পাসপোর্ট সংশোধনের দাবিতে কাফনের কাপড় নিয়ে মানববন্ধন
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ৩০ ২০২২, ১৬:২২
পাসপোর্ট সংশোধনের দাবিতে কাফনের কাপড় নিয়ে মানববন্ধ ও বিক্ষোভ করেছেন ইউরোপ প্রবাসীদের স্বজনরা। রোববার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাও পাসপোর্ট অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তারা দাবি করেন, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের স্বজনরা বলেন, বয়স সংশোধন ও পাসপোর্ট না থাকায় চিকিৎসা সেবাসহ দেশে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়ছেন অনেকে। নবায়ন করতে না পারায় পাচ্ছেন না কাজের অনুমতিপত্রও।
মানববন্ধে সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও চান বিক্ষোভকারীরা।