পাবে না কোন সুফিয়ানা পান্না অথবা পার্ল
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৩ ২০১৯, ১৮:০৫

মনোয়ার শামসী সাখাওয়াত
এই নষ্ট নগরে নেই যে কোন রুহানি ডাক্তার বা ডায়াগনস্টিক সেন্টার
প্রতিটি মহল্লায় অনুপ্রবেশ করেছে দেখ জাহেলি সরীসৃপের পাপাচার।
পণ্যের পসরা সাজিয়ে ডাকছে দেখ ঐ শপিং মলের পুঁজি পূজারী সেক্সি সেলসগার্ল
শরীরী সংক্রামে বেহুঁশ তুমি পাবে না এই পণ্য ভাগাড়ে কোন সুফিয়ানা পান্না অথবা পার্ল।
নাফসের নহরে নগ্নস্নানে নরনারী হয়ে আছ বিভোর বিভ্রান্ত মত্ত মশগুল
হায়, এ কি অভিশপ্ত জামানায় জন্মেছ যে আসবেনও না কোন নবী রাসুল!
তোমরা যারা গজদন্ত মিনারে দাঁড়িয়ে দেদারছে দিচ্ছ লম্বা লম্বা লেসন
তোমরা যারা পুলপিটে দাঁড়িয়ে দিচ্ছ নীতিবাগীশ অগণন সদুপদেশের সার্মন
তোমরা যারা দেবমূর্তির সামনে পুরোহিত হয়ে দিচ্ছ দেবভাষায় অবিরত অকেজো ভাষণ
বলতো কেন তোমাদের এই মহার্ঘ্য বাণী বদলাতে পারে না তৃণমূলের নিকষ কালো জীবন?
কারণ তোমরা ভুলিয়ে দিতে চাও যে মানুষ নিজের নিয়তি নিজেই না বদলায় যতক্ষণ
রাব্বুল আলামীন সর্বশক্তিমানও তা বদলান না ততক্ষণ।