পাটকেলঘাটা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০১ ২০২০, ১৭:৫৩

গাজী আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার অস্তগত পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহতের নাম পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এখনও তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।