পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ; নিহত অন্তত ৩০
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৪ ২০২২, ১৭:১৩
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও অর্ধশতাধিক আহত হয়েছেন। জুমার নামাজ আদায় করতে মসজিদে জড়ো হয়েছিলেন মুসল্লিরা।
দেশটির পেশোয়ারের কোচা রিসালদারের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডনের
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ইজাজ আহসান একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার অসীম খান বলেছেন, ৩০ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।
সিসিপিও বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং পাহারায় থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে একজন পুলিশ সদস্য নিহত এবং অপরজন গুরুতর আহত হন। এর পরপরই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানিয়েছেন, শুক্রবারের নামাজের জন্য কোচা রিসালদার মসজিদে মুসল্লিরা জড়ো হয়েছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে।
তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
একজন প্রত্যক্ষদর্শী শায়ান হায়দার জানান, মসজিদে প্রবেশের প্রস্তুতি নেয়ার সময়ই বিস্ফোরণ ঘটে। এতে তিনি রাস্তায় পড়ে যান। তার কথায়, ‘আমি চোখ খুলেই দেখি সর্বত্র ধুলা এবং মৃতদেহ।’
পেশোয়ার সিসিপিও টুইটবার্তায় জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তবে তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
লেডি রিডিং হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালকে রেড অ্যালার্টে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকাটিতে বেশ কয়েকটি বাজার রয়েছে এবং সাধারণত জুমার নামাজের সময় জমজমাট থাকে।
প্রধানমন্ত্রী ইমরান খান নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।