পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৭৬; হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৩ ২০২০, ০৫:১৫

নিজস্ব প্রতিবেদক;

পাকিস্তানের করাচিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্যকর্মীরা এই তথ্য জানান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিন্ধু প্রদেশের করাচিতে বিধ্বস্ত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৭৬ জনের মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। এবং এ ঘটনায় আবাসিক এলাকার কোন বাসিন্দা মারা গেছে কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

ডন বলছে, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর করাচির মেয়র ওয়াসিম আখতার দুর্ঘটনাস্থল থেকে রয়টার্সকে ফোনে বলেন, ‘এই মুহূর্তে মনে হচ্ছে কেউ বেঁচে নেই। তবে নিশ্চিত নই।’

তিনি আরো জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় এলাকার বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে ক্ষতিগ্রস্থদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

অবশ্য, পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন বলছে, কয়েক জন বেঁচে যেতে পারেন।

ফ্লাইটে ছিলেন দেশটির ২৪ নিউজের প্রোগ্রাম ডিরেক্টর আনসার নকভি এবং ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদ। মাসুদের পরিবারের পক্ষ থেকে ডনকে জানানো হয়েছে, তিনি বেঁচে আছেন।

শুক্রবার (২২ মে) দেশটির করাচি শহরে এক আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারবাস A320 মডেলের বিমানটি লাহোর থেকে করাচিতে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

পিআইএ’র মুখপাত্র জানান, স্থানীয় সময় আড়াইটার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এর কিছু সময়ের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানটি থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা গেছে।

বিমান দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে পিআইএ’র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক বলেছেন, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়েছিলেন পাইলট।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দুর্ঘটনার বিষয়টি দ্রুত তদন্ত করার আশ্বাস দিয়েছেন।