পাকিস্তানে বিমান দুর্ঘটনা: ৯৭ জন মৃত, ২ জনকে জীবিত উদ্ধার
একুশে জার্নাল ডটকম
মে ২৩ ২০২০, ১৭:৪৩

নিজস্ব প্রতিবেদক;
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, বিধ্বস্ত হওয়া বিমানটির সবাই নিহত হয়েছেন।
পাকিস্তানের বন্দর নগরী করাচি বিমানবন্দরের পাশে ৯৯ আরোহী নিয়ে বিধ্বস্ত ওই বিমানটি থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুর্ঘটনায় পতিত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এয়ারবাস এ৩২০ বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।
করাচির মেয়র ওয়াসিম প্রাথমিকভাবে বলেছিলেন যে, সব আরোহী মারা গেছেন। তবে পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কমপক্ষে দুজন বিধ্বস্ত হওয়া থেকে বেঁচে গেছেন।
সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি একটি আবাসিক এলাকার ওপর দিয়ে নিচু হয়ে উড়ে যাচ্ছে এবং এর একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। বিধ্বস্ত হওয়ার জায়গা মডেল কলোনিটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনারা।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ৯১ যাত্রী ও আটজন ক্রু ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হবে।