পাকিস্তানে নৌকাডুবিতে নিহত ৪, নিখোঁজ ২১
একুশে জার্নাল
জুলাই ০৪ ২০১৯, ২০:৪৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নৌকাডুবিতে অন্তত ৪ জন নিহত ও ২১ জন নিখোঁজ হয়েছে। জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। তবে আশা খুব ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খাইবার পাখতুন খোয়া প্রদেশে শাংলা থেকে হরিপুর যাওয়ার পথে ইন্দাস নদীতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। পাকিস্তানি কর্মকর্তারা আজ বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহিদ উল্লাহ বলেন, দুর্ঘটনার সময়ে নৌকায় ৩৮ যাত্রী ছিল। এদের মধ্যে ১৩ জন সাঁতরে তীরে পৌঁছায়। তিনি বলেন, আমরা চারটি মৃতদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে দু’জন নারী ও দু’জন শিশু। তিনি আরো বলেন, নদী অনেক গভীর এবং স্রোত প্রবল। তাই, নিখোঁজদের মধ্যে জীবিত কাউকে উদ্ধারের আশা খুবই ক্ষীণ। তবে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।