পাকিস্তানের মাওলানা সামিউল হক এর শাহাদাত বরণে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক ও সমবেদনা
একুশে জার্নাল
নভেম্বর ০৩ ২০১৮, ১২:৩২
পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন, সাবেক সিনেটর মাওলানা সামিউল হক রহ. এর ইন্তেকালে বাংলাদশে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন তাঁর শাহাদাত বরণে বিশ্ব একজন শীর্ষ আলেমেদ্বীন এবং বিদগ্ধ রাজনীতিক কে হারালো। মরহুমরে রূহের মাগফরিাত কামনা এবং শোক সন্তপ্ত পরবিারের প্রতি সমবদেনা জ্ঞাপন করনে এবং উনার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে যথাযথ বিচারের আওতায় আনার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।