পাকিস্তানের পেশোয়ারা বিমানবন্দর সামরিক বাহিনীর কাছে হস্তান্তর
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৭ ২০১৯, ০৮:২১
ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে হঠাৎ আজ পাকিস্তানের পেশোয়ার বাচা খান বিমানবন্দরে সাধারণ বিমান উড্ডয়ন বন্ধ করে দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরটি সামরিক কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরণের বাণিজ্যিক ও সাধারণ বিমান ওঠা-নামা স্থগিত করেছে। বন্দরটি এখন দেশটির বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমান বাহিনীর অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে ডন নিউজ টিভি জানিয়েছেন, ইতিমধ্যে বিমানবন্দরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে পাকিস্তান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে যাত্রীবাহী বিমান পিকে-২৭০ বাতিল করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পিকে-৭০৯ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এই বিমান দুটি শীঘ্রই উড্ডয়ন করতে পারে বলে জানানো হয়েছে।