পাকিস্তানের জামিয়া হাক্কানিয়ায় আত্মঘাতী হামলা; হামিদুল হক হাক্কানিসহ ৪ জনের শাহাদাত বরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৮ ২০২৫, ১৯:৩৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া দারুল উলূম হাক্কানিয়া মাদ্রাসায় ভয়াবহ এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত চারজন শহিদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শহিদদের মধ্যে জামিয়াত উলামা-ই-ইসলাম-সামি (JUI-S)-এর নেতা ও মাদ্রাসাটির মোহতামিম মাওলানা হামিদুল হক হাক্কানিও রয়েছেন।

আজ জুমার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। শত শত মুসল্লি সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে বহু মানুষ হতাহত হন এবং মাদ্রাসার ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।

জামিয়া দারুল উলূম হাক্কানিয়া পাকিস্তানের অন্যতম বৃহৎ ও প্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৪,০০০ শিক্ষার্থী এখানে বিনামূল্যে শিক্ষা, খাদ্য ও আবাসন সুবিধা পান।

শহিদ মাওলানা হামিদুল হক ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা সামিউল হক হাক্কানির পুত্র। ২০১৮ সালে তার বাবা হত্যাকাণ্ডের শিকার হলে তিনি মাদ্রাসার মোহতামিমের দায়িত্ব গ্রহণ করেন।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত চালিয়ে যাচ্ছে, এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।