পাউবোর সাহায্যের অপেক্ষা না করে আম্পান ক্ষতিগ্রস্থ এলাকার বেড়িবাঁধ বাধছে এলাকাবাসী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ৩০ ২০২০, ১৫:৩৪

গাজী আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আম্পানের ভয়ার রুপ দেখেছে সাতক্ষীরার উপকূল বাসী। প্রলয়ংকারী এই ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। ধ্বংস হয়েছে মানুষের লক্ষ লক্ষ টাকার সম্পদ। বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের জনজীবন। মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদ থেকে বঞ্চিত হয়েছে এ অঞ্চলের মানুষ।

সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ জায়গায় বাঁধ নির্মাণে তেমন কোনো ভূমিকা না থাকায় ঝুঁকি ও আতঙ্কের মধ্যে বসবাস করতে হয় উপকূলের মানুষের। এ কারণে নিজেদের জান-মাল নিরাপত্তায় স্বেচ্ছায় বাাঁধ নির্মাণে কাজ করছে স্থানীয়রা।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, গাবুরা ও কৈখালীতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছ। প্লাবিত হয়েছে মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাজার হাজার বসতবাড়ি, হাজার হাজার বিঘা মৎস ঘের ও কাঁকড়া প্রকল্প।

এমতাবস্থায় স্থানীয়রা সরকারি সহায়তার আশায় না থেকে নিজেরা সেচ্ছা শ্রমে বেড়িবাঁধ বাধার কাজ করছেন উপকূলবাসী। বিভিন্ন ভাবে সহোযোগিতা করছে বিভিন্ন সেচ্চাসেবী সংগঠন। এর মধ্যে সেচ্ছাসেবী সংগঠন ‘সিডিও’কে উল্লেখ যোগ্য ভূমিকা পালন করতে দেখা গেছে। সাথে সিপিপি।

সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ স.ম জগলুল হায়দার ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু সার্বিক ভাবে ক্ষতিগ্রস্থ দের পাশে দাড়িয়েছেন। এবং শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকে ও শ্যামনগর ফুড ব্যাংক এর সদস্যদের উপকূলীয় মানুষের মাঝে খাদ্য বিতরণ করতে দেখা গেছে।

ইতোমধ্যে সাতক্ষীরা উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন দূর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা বিষয়ক মাননীয় মন্ত্রী ডাঃ এনামুর রহমান, পানিসম্পদ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ স,ম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

বর্তমানে এলাকার প্রধান সমস্যা সুপেয় পানির। এই সুপেয় পানির অভাব পূরনে স্থানীয় প্রশাসনের সহায়তা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স. ম জগলুল হায়দার এর সহোযোগিতায় কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন সিডিও, স্টুডেন্ট সলিউডারিটি টিম এর সেচ্ছাসেবীরা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ।

উপকূল বাসীর দাবি সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের সহায়তার জন্য জরুরী পদক্ষেপ গ্রহণ করে। তাদের জন্য সুপেয় পানির ব্যাবস্থা করে এবং তারা যেনো আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এমটাই তাদের প্রত্যাশা।।