পাঁচ মাস পর ঢাকায় চোখ বাঁধা অবস্থায় খোঁজ মিলল ইতালী প্রবাসীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০১৮, ০৯:৪৪

পাঁচ মাস পর ঢাকায় খোঁজ মিলল সেই আলোচিত ইতালি প্রবাসী জাহাঙ্গীর হোসেন বাবলুর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৬ জানুয়ারি ২৭ বছর বয়সী বাবলু নিখোঁজ হন।
তার পরিবার তাকে হারিয়ে ব্যাকুল হয়ে পড়ে। তার পর প্রশাসনের দ্বারস্থ হয়ে থানায় জিডিসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোরে চোখ বাঁধা অবস্থায় কিছু লোক রাজধানীর একটি গাড়ি থেকে তাকে রাস্তায় ফেলে চলে যায়। এর পর চোখ খুলে বাবলু দেখে তিনি ঢাকায় আছেন।

ফিরে আসা বাবলু মৌলবীবাজার জেলা জুড়ি উপজেলার বাসিন্দা।
ইতালি প্রবাসী জালালাবাদ কল্যান সংঘের সভাপতি অলি উদ্দীন শামীম বলেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাবলুকে চোখ বেঁধে একটি গাড়িতে তুলে নেয়ার পর তাকে একটি অন্ধকার ঘরে রাখা হয়। দীর্ঘ কয়েক মাস নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে ঢাকায় তাকে কয়েকজন লোক চোখ বেঁধে কোনো একটি রাস্তায় ফেলে চলে যায়।

কীভাবে এবং কারা তাকে অপহরণ করছিলো তা জানতে চাওয়া হলে গত ৫ মাস পর ফেরত আসা বাবলু কিছুই বলতে পারছেন না বলে শামীম জানান।