পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুব সমাজের আনন্দ ভ্রমন সম্পন্ন।
একুশে জার্নাল
আগস্ট ৩০ ২০১৮, ২১:৫৯
একুশে জার্নাল: লন্ডনের অদূরে সমুদ্র তীরবর্তী শহর ফকস্টন ভ্রমন করেছেন সিলেটের ওসমানী নগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের প্রবাসী যুবকরা। মূলত একে অন্যের সাথে কুশল বিনিময় এবং সৌহাদ্যপূর্ন সম্পর্কের সূত্র ধরেই এই সুন্দর উদ্যোগ। প্রবাস জীবনের ইউনিয়নের যুবকরা যাতে ঐক্যবদ্ধ হয়ে মানব কল্যানমুখি কাজে ভবিষ্যতে অংশ নিতে পারেন্, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই সমুদ্র ভ্রমনের আয়োজন করা হয়।
গত ২৮ আগষ্ট মঙ্গলবার লন্ডন থেকে ফকস্টন পৌছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন তারা। আনন্দ ভ্রমন ২০১৮ নামের এই আয়োজনে যোগ দেন বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা ইউনিয়নের যুবকরা।
তারা হলেন, লুতফুর রহমান, নাছার আহমেদ, মঈনুল ইসলাম পিন্টু, মুজাম্মিল হক টিপু, সাইফুল ইসলাম মহসিন, ফজলুল হক রাজিব, বাবলু মিয়া, শাহেদ আহমদ,অানিসুর রহমান ও আব্দুল সালাম।
এর আগে সকালে আনন্দ ভ্রমন ২০১৮ এ অংশগ্রহনকারীদের সাথে হোয়াইটচ্যাপালে মিলিত হন ইব্রাহিম খলিল ও জুবায়ের আহমদ।