পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল
একুশে জার্নাল
জুন ০৯ ২০১৮, ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়ির ঐতিহ্যবাহী পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ জুন) পশ্চিম নানুপুর জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন হয়।
এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন এবং জঙ্গীবাদ, মাদক সহ নানাবিধ সামাজিক অপরাধের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহবান জানান।
আলোচনা সভা শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সমগ্র বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১ লা সেপ্টেম্বর ২০০৮ সালে পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষা, রাস্তা-ঘাটসহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।