পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে রাহেলের শোক
একুশে জার্নাল
জুলাই ১৪ ২০১৯, ১৮:০৮
গোলাপগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। রোববার পৌনে ৮টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ২৬ জুন থেকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
বর্ষীয়ান এ রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি ও সংসদের বিরোধীদলীয় নেতার মৃত্যুতে সিলেট জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ন আহবায়ক ও গোলাপগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি রাহুল আহমেদ রাহেল গভীর শোক প্রকাশ করেন।
তিনি জাতীয় ছাত্রসমাজের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আই এস পি আরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন-
“মহান নেতার মৃত্যুতে সিলেট জেলা জাতীয় পার্টিসহ সকল অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মী শোকাহত মর্মাহত।”