পল্লবী থানায় বোমা বিস্ফোরণ: আটক ৩ জন ১৪ দিনের রিমান্ডে
একুশে জার্নাল ডটকম
জুলাই ৩০ ২০২০, ১৮:৩৭

রাজধানী ঢাকার পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় আটককৃত ৩ জনকে ১৪ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামীরা হল- শহিদুল ইসলাম, মোশাররফ ও রফিকুল ইসলাম।
এর আগে পল্লবী থানার অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় এই তিনজনকে আদালতে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুকুজ্জামান মল্লিক প্রত্যেককে অস্ত্র মামলায় ৭ দিন ও বিস্ফোরক মামলায় ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন।
শুনানি শেষে আসামির প্রত্যেকের পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে বিচারক তিন আসামির প্রত্যেককে অস্ত্র মামলায় সাত দিন এবং বিস্ফোরক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের ওই আদেশ দেন।