পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৫ ২০২০, ২০:৪৫

এম. এম আতিকুর রহমান: পর্তুগালে জামাল উদ্দিন নামের এক বাংলাদেশী যুবক কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পর্তুগালের ভিলা নোভা দো সার্ভেইরো শহরে নিজ কর্মস্থলে এক দুর্ঘটনা তিনি মারা যান।

নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কাইতাবন্দ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। ৬ বছর ধরে তিনি পর্তুগাল প্রবাসী। প্রায় দেড় বছর থেকে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে পর্তুগালের ভিয়েনা দো কাস্তেলো শহরে বসবাস করতেন।

জানা যায় , বৃহস্পতিবার ভোর চারটার দিকে পর্তুগালের ভিলা নোভা দো সার্ভেইরো শহরে নিজ কর্মস্থলে জাহাজের পাখা বানানোর কাজ করছিলেন তিনি। হঠাৎ করে উপর থেকে বড় লোহার একটি বক্স তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্বজনরা জানান, তার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আনিছ আহমদ পর্তুগাল প্রবাসী জামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে পর্তুগালের প্রবাসী, দেশে থাকা আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।