পরিবেশ দূষণ করায় চীনা কারখানা বন্ধ করে দিল পাপুয়া নিউগিনি
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৪ ২০১৯, ১৫:৫০
বিষাক্ত তরল বর্জ্য সমুদ্রে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় মাল্টি বিলিয়ন ডলারের চীনা মালিকানাধীন একটি নিকেল কারখানা বন্ধ করে দিয়েছে পাপুয়া নিউগিনি।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না মেটাললুরজিক্যাল গ্রুপের কারখানাটিতে খনিজ এবং নিকেল প্রক্রিয়াকরণ করা হতো। এই নিকেল দিয়ে ব্যাটারি তৈরি করা হয়,এগুলো ইলেকট্রিক গাড়ীতে ব্যবহার করা হয়।
কারখানাটি তরল বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় গত আগস্টের শেষের দিকে তা বিসমার্ক সমুদ্রের পানিতে মিশে যায়। এই বিষাক্ত তরলে সমুদ্রের উপকূলের পানি লাল হয়ে যায়।
চলতি বছরের প্রথমদিকে চায়না মেটাললুরজিক্যাল গ্রুপ কারখানার উৎপাদন বাড়ানোর অনুমোদনের জন্য পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষকে চীন সফরের আমন্ত্রণ জানায়।
তবে দেশটির মিনারেল রিসোর্স কর্তৃপক্ষ এখন বলছে, কারখানার পরিদর্শনে পাওয়া ত্রুটি দূর করতে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় তারা কোম্পানিটিকে কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। সূত্র: এএফপি