পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ময়মনসিংহ জেলা পুলিশের খাদ্য-সামগ্রী বিতরণ
একুশে জার্নাল
মার্চ ২৮ ২০২০, ১৭:১৩

ইলিয়াস সারোয়ার: আজ (২৭ মার্চ ২০২০ খ্রি.) ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ, এর উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক, সাবান বিতরণ করা হয়।
২৭ মার্চ শুক্রবার পুলিশ লাইন্স ২নং গেইট সংলগ্ন (কাটাখালী) এলাকায় বসবাসরত
১শ ২০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনে বাংলাদেশেও চলছে সর্তকাবস্থা।
এ অবস্থায় সমাজের নিম্নবিত্তের জীবন যাপনের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী, জীবানুনাশক, সাবান, মাস্ক বিতরণ করে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশ।
সহায়তা সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ বোতল লিকুইড হ্যান্ড স্যানিটাইজার, একটি ডেটল সাবান ও ২ টি মাস্ক দেয়া হয়।
সারা বিশ্বে সাম্প্রতিক করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় এবং বাংলাদেশে ও এর সংক্রমন পরিলক্ষিত হওয়ায় সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে উক্ত সামগ্রী বিতরণ করা হয়।