পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, আটক ৫

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৯ ২০২১, ১৩:৪৩

দেড় মাস আগে রাজধানীর বিজয় সরণি থেকে গাড়ির জানালা দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার রাতে মেবাইলটি ধানমন্ডি থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়েছে।

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেড়ে নিয়ে উধাও হয়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। পরে ১ জুন কাফরুল থানায় একটি মামলা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন সে সময় ফোন ছিনতাইয়ের ঘটনায় মাদকাসক্ত এক যুবককে চিহ্নিত করার কথা বলেছিলেন। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন।