পদ্মা সেতু উদ্বোধনের কারণে পেছালো এসএসসি পরীক্ষা
একুশে জার্নাল ডটকম
জুন ১২ ২০২২, ১২:৪৭
স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ২৫ জুন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর সেজন্য একদিন আগানো হয়েছে এসএসসি পরীক্ষার তারিখ।
রোববার (১২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন রুটিন অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় ২৫ জুনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৪ জুন। ২৫ জুন ইংরেজী ২য় পত্র বিষযের পরীক্ষা হওয়ার কথা থাকলেও উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি এখন ২৪ জুন হবে।