পদ্মা সেতুতে বসলো ৩০ তম স্প্যান; দৃশ্যমান ৪.৫ কিলোমিটার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ৩০ ২০২০, ১৭:৪০

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি;

আবহাওয়া অনুকূলের মধ্যে আজ শনিবার জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হলো পদ্মা সেতুর ৩০তম স্প্যান।৩০তম স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ সম্পুর্ণ করে স্প্যানটি বসানো হয়।

এ স্প্যানটি বসানোর ফলে সেতুর মূল অবকাঠামো দৈর্ঘ্য দৃশ্যমান হলো ৪ হাজার ৫০০ মিটার।

দায়িত্বশীল প্রকৌশলী সূত্রে জানা গেছে,৩১তম স্প্যান বর্ষা মৌসুমের আগেই খুঁটির ওপর বসানো সম্ভব হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হয়ে যাবে। শুধু মাওয়া প্রান্তে বাকি থাকবে ১০টি স্প্যান স্থাপন করার কাজ।করোনা পরিস্থিতি মধ্যে সারাদেশে সাধারণ ছুটির এর মাঝেও ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৪টি স্প্যান বসানো হয়েছে।করোনা মহামারি না থাকলে মে মাসের মধ্যে ৩৪টি স্প্যান বসানো সম্ভব হতো। তবে করোনা দুর্যোগের মধ্যেও সেতুর ৪২টি পিলারের সবকটিতেই স্প্যান বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে।

প্রকল্প সংশ্নিষ্টরা জানান,করোনা দুর্যোগের মধ্যে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ এগিয়ে চলছে।পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ২০টির মধ্যে ১০টি স্প্যান বসানো হয়েছে। এছাড়া নদীর মাঝখানে একটি স্প্যান এবং জাজিরা প্রান্তে ২০টির মধ্যে ১৯টি স্প্যান স্থাপন করা হয়েছে। সেতুর জন্য প্রয়োজনীয় ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় এসেছে ৩৯টি। এরমধ্যে ৩০টি স্থাপন করা হয়েছে। ৯টি স্প্যানে মাওয়ায় কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ওয়েল্ডিং, অ্যাসেম্বলিং ও পেইন্টিংয়ের কাজ চলছে। বাকি দুটি স্প্যানের সব অংশসহ অন্য সব সরঞ্জাম ১৫ জুনের মধ্যে মাওয়া কন্সট্রাকশন সাইটে পৌঁছে যাবে।