পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১২ ২০২০, ১৮:৩৫

মেহেদী হাসান,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে বহিস্কার করা হয়েছে।গতকাল ১১ই অক্টোবর রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মুনীর হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।