পটুয়াখালীর বাউফলে জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৫ ২০২০, ১৮:০৯
সাব্বির হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:- গত কয়েকদিন আগেই করোনা ভাইরাস বিশ্বের মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় এরই মধ্যে বাংলাদেশে ও আক্রান্ত হয়েছে কয়েকজন। মহামারি করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে বলেছেন জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি।
‘নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন’ এই শ্লোগানকে সামনে রেখে বাউফলে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
আজ (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির নেতৃত্বে পৌর শহরে প্রচারপত্র বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হেসেন খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা তার সাথে ছিলেন।