পটুয়াখালীতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১২ ২০২০, ২০:৪৮

পটুয়াখালীতে ২য় করোনা রোগী শনাক্ত।পটুয়াখালী দুমকির সদ্য করোনায় মৃত দুলালের বোন খাদিজার করোনা পজেটিভ এসেছে।
মোঃ দুলাল হাওলাদার (৩২) নামে গত ৯ই এপ্রিল ২০২০ইং তারিখে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে কাজ করতেন। তার পিতাঃ আব্দুস সোবাহান হাওলাদার, গ্রামঃ দুমকী,থানাঃ দুমকী,পটুয়াখালী।গত ৪ এপ্রিল সে বাড়িতে আসে এবং অসুস্হ হয়ে যায়।তার শ্বাসকষ্ট, ডায়াবেটিস,কাশি,সর্দি,গলাব্যাথা ছিল।তাকে হোমকোয়ারেন্টাইনে রাখা অবস্হায় ৭ এপ্রিল তার স্যামপল নিয়ে ঢাকা পাঠানো হয় এবং তার রিপোর্ট পজেটিভ আসে। গত ৯ই এপ্রিল তিনি মারা যান।
তার পরপরই দুমকি গ্রাম পরবর্তীতে দুমকি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। একইসাথে মৃতের পরিবারের সদস্যদের এবং নমুনা সংগ্রহকারী রোগীর করোনাভাইরাস ধরা পড়ায় পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংস্পর্শে আশা কয়েকজনের নমুনা পাঠানো হয়েছিল। আজ ১২ই এপ্রিল ২০২০ইং তারিখে মৃত দুলালের বোন খাদিজার রিপোর্ট পজেটিভ এবং ডাঃ আঃ মতিন এবং ডাঃ মশিউর রহমানের করোনা নেগেটিভ বলে জানান পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।