পটুয়াখালীতে করোনা নিয়ে নারায়ণগঞ্জ থেকে আগত যুবকের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৯ ২০২০, ১৮:৫৫
মেহেদী হাসান,পটুয়াখালী;
পটুয়াখালীর দুমকিতে করোনা নিয়ে নারায়ণগঞ্জ থেকে আগত যুবকের মৃত্যু।অদ্য বেলা ০১ঃ৪৫ এ (আনুমানি) সময় সে মারা যায়। মৃত যুবকের নাম মোঃ দুলাল হাওলাদার(৩২) তার পিতাঃ আব্দুস সোবাহান হাওলাদার।
তিনি নারায়ণগঞ্জ একটি গার্মেন্টস এ কাজ করতো। গত ৪ এপ্রিল সে বাড়িতে আসে এবং অসুস্হ হয়ে যায়।
তার শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কাশি,সর্দি,গলাব্যাথা ছিল।তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা অবস্থায় ৭ এপ্রিল তার স্যাম্পল নিয়ে ঢাকা পাঠানো হয়।তার রিপোর্ট পজেটিভ এসেছে।আশেপাশেপুরো এলাকা লক ডাউন করা হয়েছে।করোনা প্রটোকল অনুযায়ী তার দাফনের কাজ চলছে।