পটিয়ায় ৪৫ পরিবারে ইউএনওর চাল বিতরণ
একুশে জার্নাল
মার্চ ২৮ ২০২০, ২৩:০৯

হেলাল উদ্দিন নিরব, পটিয়া, চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় চা বাগানে অবস্থানরত হতদরিদ্র মানুষের মাঝে ৪৫ পরিবারের ২০৫ জনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান কমিশনার ফারহানা জাহান উপমা (ইউএনও)।
এসময় ফারহানা জাহান উপমা বলেন, সারাবিশ্ব এখনো করোনা ভাইরাসের হুমকির মুখে। তাদেরকে করোনা বিষয়ক সামাজিক দূরত্ব বিষয়ে সচেতন করতে হবে।
পরে প্রত্যেকের ঘরে ঘরে ১০ কেজি চাল, সাথে ডাল, তেল, লবণ ও আলু বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, এখানের লোকজন মূলত দিনমজুর ও হোটেল রেস্টুরেন্টে লাকড়ি সরবরাহের কাজ করে থাকে। করোনা সংকটের কারণে প্রত্যেকেই ঘরে অবস্থান করছে ও আয় বিহীন খুবই মানবেতর জীবন যাপন করছে।
খাদ্য সামগ্রী বিতরণের পর তাদেরকে তিনি আরো আশ্বাস দেন যে, তাদের সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।