পটিয়ায় সাধারণ মানুষদের কে মাস্ক পড়িয়ে দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসান
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৯ ২০২০, ১৪:০৬

এম হেলাল উদ্দিন নিরব/পটিয়া, চট্টগ্রাম;
সারাবিশ্ব জুড়ে এখন করোনা ভাইরাসের আতংকে আছে সাধারণ মানুষ, এখনো পর্যন্ত বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষরা করোনা ভাইরাস সম্পর্কে এখনো অজ্ঞ, তাই তিনি জনসাধারণ মানুষকে সচেতনতা করতে দিনের পর দিন জনসাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, এবং সচেতন হওয়ার জন্য তিনি সাধারণ মানুষকে মাস্ক পড়িয়ে দিয়ে তাদের কে সচেতন হওয়ার কথা বলেন।
এই বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বললে,তারা বলেন, জনসাধারণের মাঝে তিনি এক অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছেন বলে জানান তারা। মানুষকে সচেতন করতে ছুটে যাচ্ছেন বিভিন্ন গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কাছে,এবং তাদের কে এই করোনা ভাইরাস সম্পর্কে বুঝান এবং সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন।
গত শনিবার বিকাল থেকে তিনি সেনাবাহিনীসহ রাস্তায় বের হয়ে সাধারণ মানুষকে মাস্ক পড়িয়ে দিয়ে বলেন,এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে,সবসময় হাত পরিস্কার করে রাখতে হবে,জনসমাগম থেকে দুরে থাকতে হবে,অযথা বাহিরে ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দেন।
এদিকে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইনামুল হাসান বলেন, সাধারণ মানুষের কাছে মাস্ক পড়িয়ে দিয়ে এবং তাদের কে মাস্ক পড়া জন্য পরামর্শ প্রদান করি।তিনি আরো বলেন,
করোনা ভাইরাসের কারনে সারাবিশ্ব আতংকের মুখে,দিনের পর দিন বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রমণ হয়ে মারা যাচ্ছে শত শত মানুষ, তাই বিশ্বজুড়ে এই মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে তাদের প্রতি সচেতনতা মূলক বার্তা পৌঁছে দিচ্ছি।