পটিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০২০, ১৮:৩৬

এম হেলাল উদ্দিন নিরব। পটিয়া, চট্টগ্রাম;
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাচ্ছে তিন দোকানদার, দুইটি মিষ্টির দোকান ও একটি চায়ের দোকানদার কে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মো:ইনামুল হাসান সরেজমিনে গিয়ে তিনটি দোকান কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
করোনা ভাইরাসের সংক্রমণের পটিয়ার বিভিন্ন দোকানপাট বন্ধ, কিন্তু তারা সরকারের নীতিমালা অমান্য করে দোকান খোলা রাখে,তাদের কে অনেক সময় সচেতন করে দেয়া হয়েছিল,কিন্তু তারা সে নীতিমালা অমান্য করে।এদিকে জনসমাগম বন্ধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানের অংশ। তাই তিনটি দোকান খোলা রাখার অপরাধে অভিযুক্ত তিন দোকানদার কে ৫ হাজার টাকা জরিমানা সহ দোকান সিলগালা নিশ্চিত করেন পটিয়ার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ইউএনও) (ভূমি) মো: ইনামুল হাসান,
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের আতঙ্কিত সারা বিশ্ব, এর মাঝে কিছু ব্যবসায়ী আইন কে অমূল্যায়ণ করে ব্যবসা পরিচালনা করছে।তিনি আরো বলেন, আমরা পটিয়ার কোনো মানুষ যাতে মহামারী পরিস্থিতি না পড়ে সে দিকে আমরা দিনের পর দিন কাজ করছি,তাই সবার উচিৎ প্রশাসন কে সহায়তা করা।