পটিয়ায় পিতার হাতে মেয়ে খুন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০১ ২০২০, ১৪:২০

এম হেলাল উদ্দিন নিরব, পটিয়া (চট্টগ্রাম):

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় কাশিয়াইশ ইউনিয়নে পিতার হাতে দুই মেয়েকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে আজ বুধবার (১ জুলাই) ভোর রাতে কাশিয়াইশ ইউনিয়নে ৮নং ওয়ার্ড ভান্ডারগাও এলাকায় প্রভাত বড়ুয়া বাড়ির পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে তথ্য সূত্রে জানা যায় দুই মেয়েকে গলা টিপে হত্যার পর পিতা নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় বলে চালান।

অন্য দিকে নিহত দুই মেয়ে হলেন টুকু বড়ুয়া (১৪) ও ছোট বোন নিশু বড়ুয়া (১১) বছর। তারা দুজনের ৮ম ও ৫ম শ্রেণীতে পড়তো। তাদের পিতার নাম মোখেন্দু বড়ুয়া।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসূফ জানান, মোখেন্দু বড়ুয়া ঢাকায় চাকুরী করেন। ৫ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতে থাকতো।

করোনা পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় ২ মাস আগে তিনি গ্রামে এসে শশুর বাড়ীতে থাকতো। গতকাল রাতে বা ভোরে কি কারণে দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দিয়েছি। এখনো পুলিশ আসে নাই। দুই মেয়ের লাশ পড়ে আছে। মোখেন্দু বড়ুয়াও অজ্ঞান অবস্থায় পড়ে আছেন।

ঘটনাস্থলে যাওয়া পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ দাশ হিরু বলেন, হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুই মেয়ের বাবাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।