পটিয়ায় রাস্তায় হেঁটে হেঁটে মাস্ক বিতরণ করছেন আ’লীগের নেতৃবৃন্দ
একুশে জার্নাল
মার্চ ২৮ ২০২০, ২১:২৫

এম হেলাল উদ্দিন নিরব, পটিয়া, চট্টগ্রাম: মানুষ মানুষের জন্য এই স্লোগান হাতে নিয়ে কাজ করে যাচ্ছে একদল মানবতার ফেরিওয়ালা। গত এক সপ্তাহ ধরে মানুষের মাঝে জনসচেতনা সৃষ্টির পেছনে ছুটে বেড়াচ্ছেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা।
গোফরান রানা বলেন, মানুষকে সচেতন করতে হলে আমাদেরকে আরো সক্রিয় হতে হবে এবং হাতে হাত রেখে জনসাধারণকে সচেতন করতে হবে। সারাবিশ্ব এখন করোনা ভাইরাস ভয়ানক মহামারী আকার ধারন করেছে, যা সাধারণ মানুষের মাঝে একটা আতংক সৃষ্টি করছে। এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন মানুষরা জানে না করোনা ভাইরাস কি, সাধারণ মানুষদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।
এই বিষয়ে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা বলেন, মানুষের মাঝে এখন যে একটা আতংক সৃষ্টি হয়েছে, তাদের কাছে আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি।
পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের প্রতিটা জনসাধারনের মুখে মাস্ক পড়িয়ে দিচ্ছি, তারা যেন সচেতন হয়।এই সব বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিস উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রনেতা ও পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিনহাজুল ইসলাম প্রমুখ।