কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষনার দাবীতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১২ ২০১৯, ১১:১৪

ইকরামুল মারজান চৌধুরী

আগামী ২৩,২৪,২৫ পঞ্চগড়ে কাদিয়ানীদের কথিত ইজতেমা বন্ধ ও রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষনার দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দুপুর ১২ টায় শহরের বিভিন্ন মসজিদ মাদরাসা থেকে শত শত আলেম-ওলামা ও ছাত্র- জনতা টেংকের পাড় মুক্তমঞ্চে সমবেত হয়।
সেখান থেকে মিছিল বের হয়ে কাউতলী সৌধ হিরন্ময় চত্বরে এসে মুফতি আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা বুরহান উদ্দিন আল মতিন, মুফতি মাজহারুল হক কাসেমী, মুফতি এনামুল হাসান, মাওলানা মুহাম্মদ ইউসুফ ভূইয়া, মাওলানা খালিদ সাইফুল্লাহ আল হুদা, মাওলানা আব্দুল হক, মাওলানা খলিলুর রহমান, ও কওমী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মাসুদুর রহমান।

মাওলানা মুহাম্মাদ ইউসুফ ভূইয়া বলেন, আল্লামা শাহ আহমদ শফী যখন বঙ্গভবনে শোকরানা মাহফিলের দাওয়াত নিয়ে যান তখন তিনটি দাবী উত্থাপন করেন। এরমধ্যে একটি দাবী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।
এই দাবীর প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে বহির্বিশ্বের একটা চাপ রয়েছে। মাওলানা ইউসুফ ভূইয়া বলেন, আপনি বহির্বিশ্বের চাপ উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, নির্বাচন করেছেন কিন্তু কাদিয়ানীদের বেলায় কেন টালবাহানা করেন?
অনতিবিলম্বে সারা বাংলার সকল মুসলমানের প্রাণের দাবী মেনে নিয়ে মিথ্যা নবুয়ত দাবীদারদের কাফের ঘোষনা করতে হবে।

সভাপতি’র বক্তব্যে মুফতি আব্দুর রহিম কাসেমী দ্রুত পঞ্চগড়ের সমাবেশ বন্ধ করার দাবী জানান তিনি আরও বলেন এই খতমে নবুয়ত আন্দোলন সমস্ত মুসলমানদের আন্দোলন।

নবীর দুশমন ও ইংরেজদের দালালী করা কাদিয়ানী সম্প্রদায়কে সংসদে বিল উত্থাপন করে কাফের ঘোষণা করতে হবে এবং কাদিয়ানীদের পক্ষাবলম্বন করা রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার করার দাবী জানান। আমাদের এই দাবী না মানা হয় তাহলে ইজতেমার পরে আমীরে হেফাজতের নেতৃত্বে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেন।
অতঃপর তিনি সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করেন।