নড়াইলের লোহাগড়ায় খাদ্য অধিদপ্তর পরিচালিত বোরো ধান/চাউল সংগ্রহ-২০২০ উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
মে ০৭ ২০২০, ১৫:৩৭
মোঃরাশেদুল ইসলাম, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় বোরো ধান চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খান মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা খাদ্য গুদাম নিয়ন্ত্রক মো মান্নান আলী , লোহাগড়া মিল মালিক সমিতির সভাপতি খান মিরাজ হোসেন, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম হায়াতুজামান সহ এমপি প্রতিনিধি, সাংবাদিক, কৃষক এবং সচেতন মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার কৃষক মজিবর রহমান এক টন ধান সরবরাহ করে নগদ চেক গ্রহন করেন। এছাড়াও মিল মালিক সমিতির সভাপতি ও সোহেলী রাইস মিলের এমডি খান মিরাজ হোসেন ৪২ টন চাউল সরবরাহ করে চেক গ্রহন করেন।
এবার ধান ২৬ টাকা এবং চাউল ৩৬ টাকা সরাসর নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে। এবার কৃষি এ্যাপস এর মাধ্যমে আবেদন করে কৃষক সরাসরি ধান/চাউল সরবরাহ করতে পারবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান এবং উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন একটি মনিটরিং টিম গঠন করলে কৃষকের সুবিধা হবে আর কোন মধ্যেস্বত্ত ভোগীদের থেকে কৃষকদের রক্ষা করতে খেয়াল রাখতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন।
তিনি বলেন লক্ষমাত্রা অর্জন হলে অতিরিক্ত ধান চাউল সংগ্রহ করতে উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করতে চেষ্টা করব।