নড়াইলের লোহাগড়ায় এমপি মাশরাফির আরোগ্য লাভের জন্য দোয়া মাহফিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২১ ২০২০, ২১:১৯

মোঃ রাশেদুল ইসলাম, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের মাননীয় সংসদ মাশরাফি বিন মোর্তজা আরোগ্য লাভ করায় আল্লাহর দরবারে শুকরিয়া ও দেশবাসীর মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হাঃ মাওঃ মুফতি মাসুম বিল্লাহ সাহেব ( ইমাম ও খতিব, লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদ)।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় এমপি মাশরাফির আরোগ্য লাভ করায় আল্লাহর দরবারে শুকরিয়া ও দেশবাসীর রোগ মুক্তি কামনা করে দোয়া করা।