ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাঙামাটি গড়তে হাতপাখায় ভোট দিন আলহাজ্ব জসিম উদ্দিন
একুশে জার্নাল
ডিসেম্বর ১৬ ২০১৮, ০৫:৩৪
ইমাম হোসাইন কুতুবী
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন গতকাল (শনিবার) কাউখালী উপজেলার বেতবুনিয়া,নাইল্যাছড়ি,পোয়াপড়া,কাশখালী,ঘিলাছড়ি,বেতছড়ি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক,ও পথসভা করেন।
কাউখালী প্রেসক্লাবের সামনে এক পথসভায় জসিম উদ্দিন বলেন, তাকওয়া, ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা চালু করতে হলে খোদা ভীরু, সৎ ও যোগ্য প্রার্থী নেতৃত্বের বিকল্প নাই। এজন্যে তিনি ৩০ ডিসেম্বর হাত পাখায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।
এসময় হাত পাখার প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা নির্বাচন কমিটির আহ্বায়ক মো. এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মো. নুর হোসেন, যুব আন্দোলনের জেলা সভাপতি মো. ইসলামাইল, জেলা সহ সভাপতি নজরুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. আবু তৈয়ব, জেলা সহসভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা সভাপতি মাওলানা মুছা, মোজাহিদ কমিটির সভাপতি হাফেজ আবুল হোসেন, মো. রহিম মুন্সি, মাস্টার মনিরুল ইসলাম, মাস্টার সফিকুর রহমান, মো. আলী আকবর, মো. সফিকুল ইসলাম।