নৌপরিবহন মন্ত্রণালয়ের চেয়ারম্যান টেকনাফ পরিদর্শন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২০ ২০২০, ১৩:১০
কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার টেকনাফে নৌপরিবহনের চেয়ারম্যান টেকনাফে জালিয়ার দ্বীপ,ও সাবরাং এসক্লুসিভ জোন সহ উন্নয়ন প্রকল্পের কার্মকান্ড পরিদর্শন করেছেন।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন জালিয়ার দ্বীপ ও এসক্লুসিভ জোন পরিদর্শন করেন বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের চেয়ারম্যান,কমডোর এম গোলাম সাদেক, এর নেতৃত্বে প্রায় ০৮ সদস্যের একটি প্রতিনিধি দল বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সরজমিনে জালিয়ার দ্বীপে,ও এসক্লুসিভ জোন হওয়ার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ ২বিজির কর্মকর্তা ও টেকনাফ কোস্টগার্ডের কর্মকর্তারা সহ নদী বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রণালয়ের চেয়ারম্যান পরিদর্শন শেষে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেন।