নোয়াখালীতে মোদি বিরোধী মামলায় হাতিয়ার আব্দুল আজিজ গ্রেপ্তার
একুশে জার্নাল
জুলাই ১৮ ২০২০, ১৪:২২
এম.এস আরমান, নোয়াখালী: গত ১লা মার্চ’২০ বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে চলছিলো অনেক রকমের প্রস্তুতী,মোদি আসা কন্ফার্ম বার বার ঘোষনা দেয়া হচ্ছে মিডিয়াতে ঠিক সেই মূহুর্তে বাংলাদেশের আলেম সমাজ ও তাওহিদী জনতা সারা দেশে একযোগে মোদি বিরুধী আন্দোলনে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ে।
বাংলাদেশের আলেম ওলামা ও তাওহিদী জনতার একটাই দাবী ছিলো নরেন্দ্র মোদির মত চিহৃিত ইসলাম বিরুধী সন্ত্রাসী বাংলার মাটিতে পা রাখতে পারবেনা এবং রাখতে দেয়া হবেনা।
সেই প্রতিবাদের অংশ হিসেবে আলেম ওলামাদের উদ্দ্যোগে হাতিয়া চৌমুহনী বাজারে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,উক্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে নরেন্দ্র মোদির পক্ষহয়ে পুলিশ নিরিহ আলেম ওলামা ও তাওহিদী জনতার উপর অতর্কিত হামলা করে,এবং ১৩ জনকে আসামীকরে ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিয়া থানা পুলিশ,সেই মামলার প্রথম আসামী হাইকোর্ট থেকে জমিন নিয়ে আসলেও ২ য় আসামী হাফেজ আব্দুল আজিজ (৩৫) গত ১৪ই জুলাই কোর্টে হাজিরা দিতে গেলে তাকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়।
হাফেজ আব্দুল আজিজ হাতিয়ার ওছখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মৃতঃ- হাফেজ আবুল কালামের ছোট ছেলে,২ বোন ৪ ভাইয়ের মধ্যে হাফেজ আব্দুল আজিজ সবার ছোট,পেশায় তিনি একজন মাদ্রাসা শিক্ষক।
তার বিরুদ্ধে অহেতুক হয়রানি মূলক মামলা ও গ্রেপ্তারে তিব্র নিন্দা জানান স্থানিয় আলেম সমাজ ও তাওহিদী জনতা।