নোবিপ্রবি মেডিকেল সেন্টার এর নির্মাণ কাজের উদ্বোধন
একুশে জার্নাল
ডিসেম্বর ১৭ ২০১৮, ১৩:৫০
তরিকুল শাওন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন তলা ভিতের মেডিকেল সেন্টার এর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
রোববার (১৬ ডিসেম্বর ২০১৮) বিকেলে তিনি এর উদ্বোধন করেন। এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয় পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সুস্বাস্থ্য ও শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন। এসময় অন্যান্যদের মাঝে নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আইআইটি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান (ভারপ্রাপ্ত), পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক জনাব এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান চিকিৎসা কমকর্তা ডা. মো. মোখলেস-উজ-জামান উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখাপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।