নোবিপ্রবিতে অগ্রণী ব্যাংকের কর্পোরেট গৃহ ঋণের চেক হস্তান্তর
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৪ ২০১৮, ১১:৫৪
তরিকুল শাওন:নোবিপ্রবি প্রতিনিধিআজ সোমবার (২৪ ডিসেম্বর ২০১৮) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তরে নোবিপ্রবির অগ্রণী ব্যাংক শাখা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জমি ক্রয়/বাড়ি নির্মাণ/ ফ্ল্যাট ক্রয় এর সুবিধার্তে কর্পোরেট ঋণের চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম কর্পোরেট গৃহ ঋণের চেক হস্তান্তর করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এসময় অন্যান্যদের মাঝে নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক, নোবিপ্রবি অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান, ব্যবস্থাপক মান্দারী বাজার শাখা ও সাধারণ সম্পাদক অগ্রনী ব্যাংক অফিসার সমিতি মো.মনজুরুল করিম ও ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, নোবিপ্রবি শাখা,এ বি এম নাছিরুল ইসলাম (রাফি) উপস্থিত ছিলেন। এছাড়াও নোবিপ্রবি বিভিন্ন দপ্তরসমূহের পরিচালক ও বিভাগের চেয়ারম্যানবৃন্দ সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।