নেত্রী যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেব ; ওবায়দুল কাদের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২১ ২০১৯, ১৩:০৮

শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নেত্রী যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেব।

শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে এবং দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। ’

এ সময় তিনি বলেন, ‘সরকারের মধ্যে দলকে গুলিয়ে ফেলা যাবে না। দল শক্তিশালী না হলে সরকার কখনো শক্তিশালী হবে না। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়। আমরাও কেউই অপরিহার্য নই। দেশের ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ’

তিনি বলেন, ‘গত নির্বাচনে নৌকার পক্ষে, শেখ হাসিনার উন্নয়ন ও সততার পক্ষে গণজোয়ার উঠেছিল। জনগণ বিপুল ভোটে আমাদের বিজয়ী করেছে। ’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ যড়যন্ত্রের শিকার। আওয়ামী লীগ কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমাদের নেত্রীকে ২০বার হত্যার চেষ্টা করা হয়েছে। ’