নেত্রকোনায় সুবিধা বঞ্চিত আলেমদের পাশে দাঁড়াচ্ছে বিশেষ টিম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৬ ২০২০, ২১:১৬

করোনাভাইরাস পরিস্থিতিতে নেত্রকোনায় অসহায় ও দুস্থ আলেমদের পাশে দাঁড়াচ্ছে গাজী আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ টিম। এ পর্যন্ত তারা নানা ভাবে গোপনে আলেমদের সহযোগিতা করে আসছেন। এই বিশেষ টিম করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজেও নেতৃত্ব দিয়ে আসছে।

করোনায় মৃতব্যক্তিদের দাফন কাফনের বিশেষ টিমের প্রধান সমন্বয়ক গাজী আব্দুর রহীম বলেন, দেশে চলমান মহামারী করোনা পরিস্থিতিতে আলেম পরিবার এবং সমাজের সুবিধা বঞ্চিত ভাইদের চিন্তা মাথায় নিয়ে আমরা ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছি। কিন্তু যারা এ পর্যন্ত সহযোগিতা করে আসছেন, সবারই কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সীমাবদ্ধতা থাকে। সমাজ, সামাজিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে অনেক মধ্যবিত্ত শ্রেণী আজ চরম কষ্টে দিনাতিপাত করছে।

আমরা সেই সব সম্মানিত আলেম পরিবার ও দ্বীনি ভাইদের জন্য আমাদের বিশেষ টিমের সহযোগিতা অব্যাহত রাখতে চাই। তাদের সম্পূর্ণ সম্মান এবং গোপনীয়তা বজায় রেখে আমরা কাজ করছি। যা এতদিন সোস্যাল মিডিয়াকেও জানতে দেইনি। তবে আজ দুপুর পর্যন্ত ফান্ড শেষ। বিশেষ টিমের হাতে আরও নামের লিস্ট এসেছে।

সমাজের বিত্তবান শ্রেণীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, প্লিজ আপনারা এগিয়ে আসুন। এই কঠিন সময়ে একজন আলেম পরিবারের মুখের একটু হাসি আমার আপনার নাজাতের উসিলা হতে পারে।

আমরা প্রতিনিয়তই নেত্রকোনায় এধরনের সংবাদ পাচ্ছি, যারা না পারছে সরকারি ত্রাণের লাইনে দাঁড়াতে, না পারছে কারো কাছে কিছু বলতে এবং অর্থহীন ক্ষুধার্ত রাত্রি যাপন করছে।

তিনি আরো বলেন, এই সময়ে বিত্তবানরা যদি এগিয়ে না আসেন, আপনার এ সম্পদ নিয়ে কাল কবরে যেতে পারবেন? তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের বিশেষ টিমকে হেল্প করুন।