নেত্রকোনায় শ্বাসকষ্টে ১ জনের মৃত্যু; নমুনা সংগ্রহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৪ ২০২০, ২১:৫৭

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বড়াটি গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সের একজন মারা গেছেন।

শনিবার (৪ঠা এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান। স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রায় ১৫ দিন আগে হালকা জ্বর নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান তিনি। এরপর থেকে ধীরে ধীরে জ্বর বাড়তে থাকে।

সর্দিসহ শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি। বেলা ১১টার দিকে পরিবারের লোকজন মারা যাওয়া ব্যাক্তির অন্ত্যেষ্টিক্রিয়া করতে শ্মশানে মরদেহ নিয়ে যান। এসময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে যান।

নেত্রকোণার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, মারা যাওয়া ব্যক্তির জ্বর, শ্বাসকষ্টের মত করোনাভাইরাসের উপসর্গ থাকার কথা স্থানীয়রা জানালে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের নমুনা সংগ্রহের জন্যে পাঠানো হয়।

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মিলি দে, রাজীব হোসেন ভুইয়া ও মুকুল মজুমদার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন। সরকারি নির্দেশনামতেই মারা যাওয়া ব্যাক্তির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানান সিভিল সার্জন।