নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ১৯; মোট আক্রান্ত ৩৬৪, সুস্থ ২০০
একুশে জার্নাল ডটকম
জুন ১৭ ২০২০, ১১:৪৪
আব্দুল নূর,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় আরো নতুন ১৯ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গল বার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ৫৪৬৮টি এবং রিপোর্ট পাওয়া গেছে ৫২৭৯ টি।
আজ ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে শনাক্তকৃত ১৯ জন।শনাক্তকৃতদের মধ্যে ১২ জন পূরুষ ও ৫ জন মহিলা।
তারা হলেন সদরে ৪ জন।দূর্গাপুর ৩জন। কেন্দুয়া উপজেলায় ১ জন।বারহাট্টা উপজেলায় ২ জন, মোহনগঞ্জ উপজেলায় ৬ জন ও আটপাড়া উপজেলায় ১ জন এবং রিটেস্ট ২ জন।
জেলায় শনাক্তকৃত সর্বমোট ৩৬৪ জন।আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০০ জন।মৃত্যু বরন করেছে ৩ জন।