নেত্রকোনায় কলেজ শিক্ষার্থীকে হত্যার চেষ্টা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৪ ২০২০, ১৪:৪০

পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ এপ্রিল সকাল ১০:৩০ মিনিটে নেত্রকোণা সদরের মাহমুদপুর গ্রামে জনাব হেলিম তালুকদারের ছেলে মাহিন তালুকদারের উপর পরিকল্পিত হত্যা চেষ্টা চালায় একই গ্রামের সুরুজ মিয়া ও তার ছেলে কথিত সন্ত্রাসী সুমন মিয়া। উক্ত হামলায় নেতৃত্ব প্রদান করেন সুরুজ মিয়ার ভাই চাঁন মিয়া। এ হামলায় চাঁন মিয়ার ছেলে লাক মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিল। যাদের মধ্যে অন্যতম হলো সাগর, মামুন, হাবুল, নাদির, সোহাগ (পিতা: জামির মিয়া), সোহাগ (পিতা:শান্তু মিয়া) এ ছাড়া অজ্ঞাত আরও ৮/১০ জন এর মত ছিল বলে জানা যায়।
ঘটনার দিন সকাল বেলা মাহিন রিক্সার খোজে মাহমুদপুর মোরে গ্যারেজের সামনে গিয়ে দাঁড়ালে তার উপর অতর্কিত ভাবে রড নিয়ে হামলা চালায় বলে জানতে পারি। এসব তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে ঐ সময় গ্যারেজে উপস্থিত থাকা গ্যারেজের মালিক মামুন। তিনি এই ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষী।
এইসব বিষয়ে মাহিনের বাবার সাথে আলোচনা করে জানা যায় উক্ত গ্রামের অন্যান্য আরো কিছু কুচক্রী মানুষ এই হামলা চালানোর বিষয়ে পরোক্ষভাবে সহযোগিতা করেছে। তবে যারা এই হামলায় উপস্থিত ছিল তাদের সবার নামে নেত্রকোণা সদর থানায় একটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।
উক্ত ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিক্টিমের ব্যাপারে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে সুমন মিয়া।
এক্ষেত্রে উল্লেখ্য যে, মাহিনের উপরে হত্যা চেষ্টা চালানোর পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডান হাতে ৩ টি সেলাই লাগে। তাছাড়া তার পায়ে গুরুতর আঘাত করা হয়। যার চিকিৎসা বর্তমানে ভিক্টিমের বাড়িতেই হচ্ছে।
সুমন ও লাক মিয়া এর আগেও এমন আরো কিছু ঘটনা ঘটিয়েছে। তাদের উভয়ের নামেই নেত্রকোণা সদর থানায় একাধিক মামলা রয়েছে।