নেত্রকোনায় আরো ৪১ জনের করোনা পজেটিভ; মোট আক্রান্ত ৫১১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৯ ২০২০, ১০:৩৮

আব্দুল নূর,নেত্রকোনা প্রতিনিধি; নেত্রকোনায় আরো নতুন ৪১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আজ রবি বার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ৬৬০৪ টি এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৪৪৫ টি।

আজ ২০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ফলোআপ পজেটিভ সহ নতুন শনাক্তকৃত ৪১ জন।এদের মধ্যে পুরুষ ২৫ জন ও মহিলা ১৩ জন।

তারা হলেন নেত্রকোনা সদরে ৫ জন।দূর্গাপুর ৩ জন। মোহনগঞ্জ উপজেলায় ৪ জন, মদন উপজেলায় ২০জন ও পূর্বধলা উপজেলায় ৬ জন এবং ফলোআপ পজেটিভ ৩ জন (তিন জনেই দুর্গাপুর উপজেলার) ।

জেলায় শনাক্তকৃত সর্বমোট ৫১১জন।আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৯জন।মৃত্যু বরন করেছে ৩ জন।