নেত্রকোনার খালিয়াজুরীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের জরিমানা
একুশে জার্নাল
মার্চ ২৩ ২০২০, ০১:৩৩
অমৃত চন্দ্র দাস: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় লেপসিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি ও মূল্য বৃদ্ধি রোধ করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২২ মার্চ (রবিবার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম।
আদালত পরিচালনাকালে ২ ব্যাবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাজারের অন্যান্য ব্যাবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম সর্বস্তরের জনগণকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পণ্য ক্রয় বিক্রয় না করা নিদের্শ দেন এবং গুজব তৈরি করে বাজার অস্থিতিশীল না করার জন্য অনুরোধ করেন এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।