নেত্রকোনায় বাংলাবাজারে কেউই মানছেনা লকডাউন, চলছে নিয়মিত আড্ডা
একুশে জার্নাল
এপ্রিল ০৫ ২০২০, ০১:০১

আব্দুন নুুর: সারাবিশ্বে করোণা আতংকে সবাই যখন ঘরবন্দী তখন নেত্রকোণার সদর বাংলা বাজারে অধিকাংশ জায়গায় চলছে আড্ডা, অনেকেই মানছেন না সরকারের নির্দেশনা। যেমন আছে চায়ের দোকানে আড্ডা তেমনি চলছে বাজারে অহেতুক ঘোরাফেরা। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলছে গণপরিবহন । ক্ষণিকের জন্য কিছুক্ষণ দোকান খোলা আবার কিছুক্ষণ বন্ধ ।এ যেন ইঁদুর বিড়াল খেলা।
এব্যাপারে প্রশাসন অনেক চেষ্টার পরও মানুষের মধ্যে সচেতনার অভাব থাকায় মানুষকে ঘড়ে পিরাতে পারছে না বাসীকে ঘরে পিরাতে পারছে না