নেজামে ইসলাম পার্টি সৌদী শাখার আনন্দ ভ্রমণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১২ ২০১৯, ২০:০০

 

১১ জুলাই’১৯ রাত ১১ টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জেদ্দা মহানগরের উদ্যোগে আনন্দ ভ্রমনের আয়োজন করেন। পিকনিক পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেগ জামে মসজিদের পেশ ইমাম ক্বারী শেখ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ ইব্রাহিম ও সাংবাদিক মুসলেম উদ্দিন। জেদ্দা মহানগরের যুগ্ম সম্পাদক মাও মাহমুদুল হকের পরিচালনায় সভাপতির আসন অলংকৃত করেন জেদ্দা মহানগর সভাপতি মাওঃ তাজুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সৌদিআরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ আবদুল খালেক নিজামী।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এম,এ,নাজিম, মাওঃ দেলোয়ার হোসেন, হাফেজ আমানুল হক আমান, মাওঃ ইকবাল চৌধুরী, মাওঃ মুহিউদ্দীন, মাওঃ রাইহান উদ্দীন আল হোসাইনী, মাওঃ নেজামুদ্দীন, মাওঃ আনোয়ার, মাওঃ মাহমুদউল্লাহ, ও মোহাম্মদ তক্বী প্রমুখ।

সর্বশেষ সাগরপাড়ে মুসলিম উম্মার কল্যাণে মহান রবের নিকট দোয়া প্রর্থনা করেন।