নেক ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডন হাসপাতালে এন এইচ এস ডাক্তারদের খাদ্য প্রদান
একুশে জার্নাল
জুন ১৩ ২০২০, ১৯:০৫

একুশে জার্নাল লন্ডন: যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবক সংগঠন নেক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় লন্ডন হাসপাতালের ডাক্তারদের রাতের খাবার প্রদান করা হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জয়নাল আহমেদ খান এবং জামাল আহমেদ খান এনএইচএসকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সাথে সাথে সকল ডাক্তারদের রাতের খাবার তুলে দেন ডাক্তার ফারমের হাতে।
করোনা দুর্যোগে এনএইচ
এসের পাশে থাকার জন্য ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন ডাক্তার ফারম।
প্রসঙ্গত, নেক ফাউন্ডেশন বীর মুক্তিযোদ্ধা শহীদ নুরুল হক খানের পরিবারের সদস্যদের পরিচালনায় একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। এই করোনা দুর্যোগকালে দেশে এবং বিদেশে ব্যাপক স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করে ফাউন্ডেশনটি।