নূরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায়,মেখল মাদরাসার শতভাগ সাফল্য

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৫ ২০১৮, ১৫:১৩

হাবীব আনওয়ার: ‘নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে অনুষ্ঠিত নূরানী মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষায় শতভাগ সাফলতা অর্জন করেছে ঐতিহ্যবাহী মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার নূরানী বিভাগ।

নূরানী বিভাগের প্রধান মাস্টার আব্দুল মুবিন জানান, বোর্ড পরিক্ষায় অংশ নেওয়া সকলেই ভালো ফলাফল অর্জন করেছে।৩৩ জন পরিক্ষার্থীর মধ্যে ৩১ জন পেয়েছে জিপিএ ৫।আর বাকি দু’জন A পেয়েছে।এবার পরিক্ষায় ১৬ জন ছাত্র ও ১৭ জন ছাত্রী অংশ গ্রহণ করেছে।

পরিক্ষার ফলাফল শুনে মেখল মাদরাসার মহাপরিচালক ও নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের সভাপতি আল্লামা নোমান ফয়জী সন্তোষ প্রকাশ করে বলেন, ছোটছোট মাছুম বাচ্চাদের এমন সফলতা শুনি আমি খুবই আনন্দিত। আমি আল্লাহর কাছে দুআ করি আল্লাহ তাদেরকে সর্ব জায়গায় সফলতা দান করে।এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের শুকরিয়া জ্ঞাপন করেন।

উল্লেখ্য: গতকাল ২৪ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী।

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানীর সাথে কথা বলে জানা যায়, এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২লক্ষ ৩৭৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সর্বমোট ৭৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ হাজার ৩৮টি মাদরাসা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে।